নবীন-কবি-মোঃ-সম্রাট-এর-কবিতা-"দূরে-দূরে-থাকি"



ঢং ন্যাকামি হইছে অনেক আসল কথায় আসি
কবে কখন বলছি তোমায় এত্তো ভালোবাসি?

দুদিন আগে তুমি বলার নিলে অনুমতি
বুঝছি এখন সুদ- আসলে পুষিয়ে দিবে ক্ষতি!

প্রথম প্রথম ডাকলে ভাইয়া; দিচ্ছো এখন চিঠি
বিয়ের পরে কিছু হলেই করবে থানায় জিডি!

এই জামানার মেয়েদেরকে ভালো ভাবেই বুঝি
মুখে মুখে বাসবে ভালো লুটবে আমার রুজি!

তাই তো আমি মেয়ে থেকে দূরে সরেই থাকি
স্বাস্থ্য এবং মনকে আমি সদা সুস্থ্য রাখি।


Comments

  1. আপনার মন্তব্য লিখুন...দারুণ লিখেছেন কবি

    ReplyDelete

Post a Comment