-গভীর রাতে নীল সেনারা ঢুকল যে তার ঘরে,
- পরে?
-হত্যা তারা করতে থাকে সামনে যাদের পায়,
-হায়!
-অত্যাচারে যায় মরে যায় মুজিব এবং কামালও,
- জামালও?
- তাকেও হত্যা করে, রাসেলকেও দেয়নি ছাড়,
-আর?
- মৃত্যু মুখে এক এক করে সবাই পড়ে ঢলে,
- ফলে?
- তোমার আমার স্বাধীনতা যায় হারিয়ে যায়,
-হায়!
Comments
Post a Comment