নীল বেদনায় II জোসনা খানম




বেদনার রং যদি নীল হয়,
তবে আমি একটা নীল শাড়ি চাই;
মেঝেটা থাকবে হালকা নীলাভ 
পাড়জুরে থাকবে গাঢ়ো নীল সুতোর কারুকাজ!

একটা নীল নদী চাই;
সেই নদীর উপর দিয়ে উড়বে ধবল বকের দল!

আর একটা নীল আকাশ চাই;
দুর আকাশের নীল এঁকে নিবো আমার নীলাঞ্জনায়!

বেদনার রং যদি নীল হয়,
আমি একটা নীল খাম চাই;
সেখানে জমা থাকবে
আমার নীল বেদনার অস্রু!

আমি একটা নীল পাহাড় চাই;
তার গায়ে হেলান দিয়ে জেনে নিব, শত ঢেউ আছড়ে পড়লেও কিভাবে ঠাঁই দাঁড়িয়ে থাকে
নীরব বোবাকান্নায়!

Comments