রম্য রচনা-"আমার ছেলে"

লিখেছেন: মোঃ সম্রাট

আমার ছেলে সেয়ানা আর ভীষণ চালাক চতুর;
মেয়ের পেছনে ঘুরে ঘুরে করছে আমায় ফতুর!

পরীক্ষার ফিস দিবে বলে নিলো হাজার টাকা;
পরীক্ষা সে দেয়নি মোটেও আমার পকেট ফাঁকা!

পরীক্ষার সেই টাকা দিয়ে করলো টা কী শুনেন;
ছেলে আমার কোটি গুনের বলছি সবাই গুনেন!

মেয়ের পেছনে ঘুর ঘুর করা এটাই যে তার কাজ;
হর হামেশা দেখবে মেয়ে সকাল দুপুর সাঁঝ!

আরও বলি শুনেন সবাই ভদ্র ছেলের কথা;
সনির মায়ের কথা শুনে নষ্ট আমার মাথা!

ছেলে আমার সনির মা কে দিয়েছে নাকি শিষ;
করেছে আরও চোখ ইশারা এবং ফ্লাইং কিস!

বুকটা চেপে মধ্যরাতে একলা উঠি জেগে;
চিন্তা করি ছেলে ছেড়ে যাবো কোথায় ভেগে!

এমন ছেলে সবার ভাগ্যে জুটে খুবই কম;
তারই জন্য গর্বে আমার বন্ধ-হচ্ছে দম!









Comments

Post a Comment