যখন মনে পড়ে তোমায়




হঠাৎ-তোমার-কথা-মনে-হলে
হুমায়ূন আহমেদ এর একটা বই খুব পড়ি
"ভালোবেসে যদি সুখ নাহি হয়"।
বইটা পড়া আমার নেশা হয়ে গেছে
কতবার পড়েছি মনে নেই!

প্রচন্ড বই প্রেমী বলে ভাইয়া উপহার দিয়েছিলো!
ওটা আমার কাছে খুবই স্পেশাল!
বইটা আমাকে ইন্টারনেট জগতের
বাইরে নিয়ে যায়;
আসলে ওটা আমার সময় কাটানোর 
ভালো সঙ্গী হয়ে উঠেছে!

যখন খুব একা লাগে তখন বইটা পড়ি
ওটা আমায় অন্য জগতে নিয়ে যায়;
তখন আমি আমার মধ্যে থাকি
বইয়ের গল্পের চরিত্রগুলো উপলব্ধি করি;
তাদের মধ্যে হারিয়ে যাই;
আর মনে মনে ভাবি কেউ পেয়ে হারায়
আর-কেউ-না-পেয়ে-হারায়!

লিখেছেন: হাফিজা শিমু

Comments