জনতার ভালবাসা II সৈয়দ ইকবাল

(সদ্য প্রয়াত শ্রদ্ধাস্পদেষু সৈয়দ আহমদুল হক স্মরণে)

এই জনসমুদ্রই করে প্রমাণ
জনতার ভালবাসায় কতটা তুমি সিক্ত;
দাঁড়াবে যখন স্রষ্টার দ্বারে
তব হস্ত রবে বে না নিশ্চিত রিক্ত!

স্বর্গের লিপ্সা আর নরকের ভয়
সদা যাদের করে তাড়িত;
ভজনালয়ে দৌঁড়াতে দৌঁড়াতেও তাদের 
শঙ্কা হয় না কভু বিতাড়িত!

যদি  মানতো এরা ভজনালয় নয়
স্রষ্টার বাস সৃষ্টির অন্তরে;
তবেই না সেবিতো- তুষিত সৃষ্টিরে
আপনারই কল্যাণের তরে!

১৪/০৩/২০২০ ইং

Comments