তবুও বেঁচে থাকে II পিন্টু



প্রত্যহ বদলে যায় কত চেনা মানুষদের চরিত্র
ছিঁড়ে যায় পুরনো সম্পর্কের বাঁধন;
শপথগুলো হাঁটতে থাকে বিলুপ্তির ধূসর পথে!
ব্যস্ততা বেড়ে যায় হঠাৎই স্বার্থের খেলায়
লেখা হয় শতশত অবাস্তব অণুকাব্য;
লুকিয়ে থাকে কপটতা নকল হাসির আড়ালে
সরল মনে জন্ম হয় নতুন আরেকটা অন্ধ বিশ্বাসের।

চোখের সামনে নিষ্ঠুর হয় গল্প শোনানো মানুষগুলো
সরল প্রাণের বুকের রক্তে ভিজে যায় শক্ত মাটি;
পাল্টে যায় নিজস্ব সুখের সংজ্ঞা
আগুনে পুড়ে বাতাসে ওড়ে আবেগের গুঁড়ো ছাই!
আঁধার রাতে ব্যঙ্গ করে জ্যোতিষ্করা এক সাথে
স্মৃতির ডাকে মৃত্যু এসে দাঁড়িয়ে থাকে দরজায়;
তবুও বেঁচে থাকে হাজার হাজার ভালোবাসা
বেঁচে থাকে অনুভূতি দু'চোখের নোনা জলে।

Comments