ফেরারী মন II জোসনা খানম



আমার কি সাধ্যি আছে তোমার ওই ফেরারী মন কে ঘরে ফেরাবার? 

কতবারই তো ডেকেছি,
এইখানে এসে বসো,
 শান্ত বটের ছাঁয়া নদীর পাড়।

নরম সবুজ ঘাস,
হৃদয় শীতল করা ঝিরিঝিরি বাতাস। 
দূর থেকে ভেসে আসা রাখালের বাঁশির সুর। 
এসো এইখানেই বসবে এসো।

আলো দেখলেই তার পেছনে ছুটতে নেই!
তুমি কি দেখোনি উইপোকারা
জলন্ত অগ্নি শিখায় ঝাপ দিয়ে
আর কোনো দিন ফিরে আসেনি।। 

Comments