জানি


লিখেছেন: মোঃ সম্রাট

-মোফা ভাইয়ের টাক মাথাটা জ্বলছে কেন এমন 
-কেমন?

-ভোর সকালে ঠিক যেভাবে সুর্য'টা দেয় আলো, 
-ভালো! 

-ভালো নয়রে ভালো নয়রে কষ্ট তাতে বাড়ে,
-আরে!

-রোদ পড়াতে তার মাথাটা গরম হয়ে যায়,
-হায়!

-তাতে করে কষ্টটা তার বাড়ে অনেকখানি,
-জানি। 

Comments