- Get link
- X
- Other Apps
মানুষগুলো এমন কেন?
মোড়কে মোড়া দেহ আর অতি
যত্নে মুখোশে ঢাকা মুখ যেন!
স্বার্থের উপর একটুখানি
আঘাত হলেই মোড়ক ছিড়ে
মুখোশ খুলে বেড়িয়ে আসে
অচেনা এক মুখ যেন!
মানুষ গুলো এমন কেন?
যখনই আগলে রাখি
বুকের ভেতর পরম মমতায়;
ভূমিকম্প ঘটিয়ে সেথায়
হৃদয় ভেঙে চৌচির করে
বেড়িয়ে যায় আপন কূলায়!
মানুষগুলো এমন কেন??
০৯/০২/২০২০ ইং
সুন্দর
ReplyDeleteধন্যবাদ দাদা
ReplyDeleteখুবই ভালো লাগলো আপু
ReplyDeleteধন্যবাদ ভাই
Delete