স্মৃতির পাতায়।। জোসনা খানম

 

বলাকার খসেপড়া একটি ধবধবে সাদা পালক,
রেখে যায় স্মৃতির পাতায় 
অনন্ত কালের বয়েচলা মৃদু আঁচড়।

তুমি উড়ে যাও, পিছে ফেলে, 
মাইলের পর মাইল , 
আমি জানালায় চেয়ে;
 তোমার ফেলে যাওয়া পালক রেখে দিলাম   ডাইরির এককোনে আলতো ছুঁয়ে। 


তুমি উড়ে যাও মাঠ পেরিয়ে বন
খাল পেরিয়ে নদী।;
তোমার ফেরার পথ চেয়ে রবো,
 অবেলায় আমায় চেনো যদি।

Comments