জগৎ সেরা।। জোসনা খানম


ক্লান্ত পায়ে ঘুরি মাগো দেশবিদেশ কতো;
মানুষ আছে দুনিয়া জুড়ে হাজার শতশত!

পাইনি দেখা মায়াভরা তোমার মুখখানির মতো,
বায়না ধরি আঁচল কাড়ি খুনশুটি করি কতো!
শাসন করো কানটি ধরো
দিন শেষে আদর মাখাও যতো!

আমায় ছেড়ে যাও যদি 'মা' চলে,
অনেক ব্যথায় মাথা রাখবো, 
আমি কার কোলে!
 
শান্তির ছায়া আঁচল ঘেরা;
মা গো তুমি আমার জগৎ সেরা।!

Comments