বাকির খাতা II জোসনা খানম


'না' কথাটি ছোট্ট অতি বলতে
ভীষণ কষ্ট;
বলতে যদি পারো তবে
বন্ধুত্বটাই নষ্ট। 

বাকি চাহিয়া লজ্জা দিবেন না
বাকি দেয়া বড় কষ্ট;
বাকিতে হয় বন্ধুত্ব নষ্ট!

প্রায় দোকানে দেখা যায়
এমন একটা লেখা;
দেখেও বলে বন্ধু আমার
আজ বাকি দাও কালকে হবে দেখা!

এমন করেই মাস পেরোলো
বন্ধু ভিষণ ব্যস্ত!
বছর গেলো বারো মাসে 
বন্ধু এপথে আর নাহি আসে!

Comments