আশায় বাঁধি বুক II জোসনা খানম


যদি দেখো আকাশে নিকষকালো মেঘ জমেছে
 যদি বর্ষা নামে খুব!!
ভিষণ ঝড়ে ভেঙে যায় যদি রাস্তায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট গুলো!
অন্ধকারে যদি  পথ খুঁজে না পাও!

নাহ ভয় পেয়োনা!
ওইযে দেখো, পিদীমের শেষ শলতে টুকু 
এখনো জলছে!

Comments