ক্ষমা প্রার্থনা II জোসনা খানম




প্রেমিকার নরম গালের টোলে
বিধাতা খুব যতনে ভালোবাসা রেখেছেন জমা। 
 

পাখিদের ডানায় সোনালী, রুপোলী জরির কারুকাজে
ভালোবাসা রেখেছেন জমা প্রতিটি  পালকের ভাঁজে।

নবজাতক তার মায়ের কোলে
বুকের সাথে লেপ্টে থাকা
আঁচল ঢাকা খুব যতনে;
ভালোবাসা রেখেছেন জমা। 

শরতের আকাশ একটুকরো মেঘ, বাতাস হয়ে
আমার আনমনা মন ছুঁয়ে
কানেকানে ফিসফিসিয়ে বলে;
এইযে তোমায় ছুঁয়ে গেলাম!
এখানেও ভালোবাসা আছে জমা।
 
নির্বোধ আমি বুঝিনি আপনায়;
বিধাতা আমায় করুন ক্ষমা!

Comments