চাঁদের হাঁসি II জোসনা খানম




মুখখানা অমন মলিন কেন খোকা?
ভেবেছিলি, মায়ের চোখে দিবি ভীষণ ধোঁকা? 
কার জন্য এতো দহন পুষিশ বুকে?
যাকে ভাবছিস, সেও একদিন
তোকে ছাড়াই থাকবে মহাসুখে!

তুই যে আমার একটা মাত্র সুখ;
হাসতে যখন দেখি  তোকে হাসে মায়ের মুখ!
দিন শেষে যখন একলা হবি,
আকাশ পানে চেয়ে দেখবি;
একাই চাঁদ হাসছে কেমন,
দুঃখ ভুলে তুইও হাসবি তখন!

Comments