সুখী মন II জোসনা খানম



সুখ দেবে ভাই, 
কিনতে যে চাই
বিনিময়ে দেবো পাঁচআনা। 

পথেপথে ফিরি,
দর কষাকষি করি 
মিছে বুনি স্বপ্ন বারো আনা।


তুলে দুই হাত,
করি মোনাজাত;
অনুভবে পাই যে সুখ
নিজ ঘরে ষোল আনা।

Comments