টোকাই এর জীবন II জোসনা খানম




ছেড়া জামা গায় অনাহারে 
ফুটপথে শুয়ে থাকা;
রাতের পাহারাদার এসে করে লাঠি পেটা!
স্যার খাইনি আমি দু'দিন ধরে ভোখা!
শক্ত বুটের লাথি মেরে বলে
দুর 'হ' জঞ্জাল কোথা।

সারাদিন ঘুরেও পায়না আহার
স্টেশনের বারান্দায় কাটিয়ে দিবে রাত!
শীতে কাতর পাশেই যে-জন; 
মনে করে এরাই আমার স্বজন!

ছেড়া কম্বল ভাগাভাগি করে, দেয় জড়িয়ে গায়
চোখ দুটো বুজতেই
পুলিশের হুইসেল!
দুরুদুরু বুকে দু'হাত জোরে
পায়ে ঠেকিয়ে মাথা;
ভোর হতেই চলে যাব অন্য কোথা।

পুলিশ বলে উপরের নির্দেশ
ষ্টেশন থাকবে ঝকঝকে সাদা;
শক্ত থাবায় ঘাড় ধাক্কায় বলে
দুর 'হ' জঞ্জাল কোথা। 

এই ষ্টেশনে কত মানুষ আসে যায়
রঙিন চশমা জামা গায়;
স্যার দিবেন দুটো  টাকা?
একটা রুটি কিনে খাই!
রঙিন চশমা খুলে চোখ রাঙিয়ে
বলেন, দিলিতো ছোকরা, অশুভ করে যাত্রা!
  দুর 'হ' জঞ্জাল কোথা।

Comments