Posts

কৈশোর বেলা II জোসনা খানম

নিজেকে যতই ব্যস্ত রাখি নানান রঙের কাজে,  দুরন্ত সেই ছেলেবেলা আমায় হাতছানিতে ডাকে। যখন ছিল এইখানেতে বড়ো খেলার মাঠ এখন সেথা সারিসারি দালান কোঠা  ব্যস্ত বাজার ঘাট! তবুও যেন সব ছাড়িয়ে দেয় যে উঁকি আমার শৈশব। এইখানেতে ছিল যখন শানবাঁধানো ঘাট;  দলবেঁধে সব নাইতে যেতাম আমার খেলার সাথ। এখন সবই অচেনা লাগে; মনে হয় না এইখানেতে এসেছি আগে! তবুও শৈশব দিচ্ছে উঁকি আমার সকল কাজের মাঝে! সন্ধ্যে হলেই বাতির আলোয়  পড়তে বসা ভাই ও বোনে; উঠোন জুড়ে মাদুর পেতে  সুরু হতো কে কতোটা তারা গুনে! এখন সে আকাশ মনে আঁকা ইচ্ছে হলেও যায়না দেখা! মাটির পথে হয়না হাঁটা; আমার শৈশব গ্রাম এখন  শহুরে সভ্যতার চাদরে ঢাকা! তবুও সকল কাজের মাঝে কংক্রিটের ওই দেয়াল ভেদে; বউচি খেলা কৈশোরী উল্লাস এখনো আমার কানে বাজে!

টোকাই এর জীবন II জোসনা খানম

ফেরারী মন II জোসনা খানম

সুখী মন II জোসনা খানম

চাঁদের হাঁসি II জোসনা খানম

ক্ষমা প্রার্থনা II জোসনা খানম

নীল বেদনায় II জোসনা খানম

আশায় বাঁধি বুক II জোসনা খানম

বাকির খাতা II জোসনা খানম

তবুও তুমি II মুনমুন চক্রবর্তী

জগৎ সেরা।। জোসনা খানম

স্মৃতির পাতায়।। জোসনা খানম

হায় ।। আরাফাত সম্রাট